Header Ads

Desh Bondhu

আমাদের সাথেই থাকুন

বিবেক নিয়ন্ত্রিত আবেগ মানুষকে প্রতিষ্টায় সহযোগীতা করে।


 থেমে যাচ্ছি হয়তোবা থেমে গেছি। উচ্চলতা আর আসে না। চঞ্চলতা মানায় না। ধীরে ধীরে ফিজিকেলি স্লথ হয়ে যাচ্ছি। মনকে এখনও সতেজ রাখার চেষ্টা করছি যা কিনা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। স্মৃতি রোমন্থন করি। মাঝ মাঝে স্মৃতিগুলো শিহরণ জাগায়। কখনও বা বিফলতার কথা স্মরণ করিয়ে দেয়। সফল কিনা বিফল এখনও বুঝতে পারছি না। কখন বুঝবো তাও জানি না। যত মানুষ চিনছি ততই মনে সঙ্গরোধ হচ্ছে। আবেগ এখনও আসে।  আবেগ মানুষকে এগিয়ে নিয়ে যায় সেটাও বিবেক দিয়ে নিয়ন্ত্রিত হতে হবে নতুবা সে আবেগ আস্তাকুড়ে নিক্ষিপ্ত করবে। মনকে যৌবনের সাথে মিলিয়ে রাখি কিন্তু শরীরতো আর যৌবন মানে না। তবুও যুবকদের ধারে কাছে যখন যাই তখন পৌঢ়ত্ব ভুলে যাই যা এখনও গতিকে শানিত করে। আর্থিক সফলতা সকল কিছুর ভিত্তি সেটা ইদানিং আমার ধারণায় আসছে। তবে সেটা নিজের সৎ অর্জন হতে হবে।অনেকে হয়তো সেটা মেনে নেবে না। বিশেষ করে উদার মনের ভাবুক ব্যক্তিরা সেটা কখনও মানে না। ইগো কখনও ছিলো না। এখনও নাই। ইগোতে প্রতিষ্টা লাভ করা যায় এমন ধারণাও মনে বাজনা বাজায়। যাক ইগোকে কখনও প্রশ্রয় দেই নাই।আমার সাধ্যের মধ্যে জীবনভর সকলের সাথে যে কোন বিষয়ে সহযোগিতার হাত বাড়িয় দিয়েছি। এখনও তা অব্যাহত আছে। মনের অজান্তে নিজেকে নিজেই হারিয়ে দিয়েছি।  ভালো লাগার মানুষগুলোকে প্রশংসা করি। ভালো লাগার মানুষগুলো যখন শান্তনা দেয় বা স্বপ্ন দেখায় তখন হতাশাগুলো দূর হয়। হতাশাগ্রস্ত কেহ ফিরে দাঁড়াতে পারে না মনে হয়। হতাশাকে ঠেলে দূরে রাখার চেষ্টা করি আর এটাই পৃথিবীতে বিচরণ করার উপায় দেখছি। 

No comments

Powered by Blogger.