Header Ads

Desh Bondhu

আমাদের সাথেই থাকুন

মাহে রমযান-১৪৪১ হিজরি -১৪২৭বাংলা-২০২০ খ্রিস্টাব্দ

খোশ আমদেদ মাহে রমযান। আজ ২৩ এপ্রিল দিবাগত রাতে সেহেরি খেয়ে মুসলমানগন রমযান মাসের রোযা রাখতে শুরু করবেন।গুনাহ মাপ করার মাস । ত্যাগ ও ধর্য্য ধরার মাস।সকলকে মাহে রমযানে স্বাগতম।
                               

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

রোজা রাখার নিয়ত:
نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

রোজার বাংলা নিয়তঃ
 হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

 ইফতারের দোয়াঃ  اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن
 বাংলা উচ্চারণঃ (আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ'লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর্ হামার রা-হিমীন।)

  বাংলা দোয়াঃ হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।

ইসলামী ফাউন্ডেশনের সেহেরি ও ইফতারে সময়সূচি-
                                   
                         ঢাকার সাথে অন্যান্য জেলার সাথে সমন্বয় সাধন করা সেহেরি ও ইফতারের সময় সূচি

                                                                              

                  ছবি দেখতে সমস্যা হলে দেখে নিতে পিডিএফ কপিতে ক্লিক করে নিন

https://drive.google.com/file/d/1wbSizjtTGfFGczut7cejFlSJ_fYA5Ccy/view?usp=sharing








তারাবী নামাজ সম্পর্কে ধর্মমন্ত্রনালয়ের নির্দেশনা সমপৃক্ত চিঠি।মন্ত্রনালয়ের লিংক

 
তারাবী নামাজে করণীয়



No comments

Powered by Blogger.