Header Ads

Desh Bondhu

আমাদের সাথেই থাকুন

ব্লগ স্পট



       ব্লগ  তৈরি কি ভাব




       আসলেই অনেক আগ থেকেই ব্লগ তৈরির ইচ্ছা ছিল। কিন্তু বুঝতেই পারি নাই ব্লগ আসলে কি? ব্লগ খোলতে গিয়ে ফেইজ বুক পেইজ "Desh Bondhu"ওপেন হয়। পরে "youtube" চ্যানেল কি? মনের মধ্যে এমন একটা প্রশ্ন জাগতে শুরু করলো। চেষ্টা করতে লাগলাম কিভাবে তৈরি করা যায়? শেষ পর্যন্ত "Desh Bondhu" নামে একটা "youtube" চ্যানেল তৈরি করলাম।   

                                                                                                                                                                                                             কিন্তু পরিপূর্নতা এখনও আসে নাই। যাক যখন চেষ্টা শুরু করলাম তখন বয়স অনেকটাই শেষের দিকে। ICT ইন এডুকেশন ট্রেনিং করার চেষ্টা করে ২০২০ সনে ফেব্রুয়ারি মাসে ট্রেনিং এর সুযোগ পেলাম। যা আমাকে অনেকটা সাহায্য করতেছে। ICTট্রেনিং করতে সহযোগীতা করেছেন Ueo Nkasirnagar জনাব উম্মে সালমা। দুটি ব্লগ স্পট তৈরি করলাম। একটা স্কুলের নামে অপরটি ব্যক্তিগত যার নাম করণ করেছি "ChowdhuryFarhadAhammad"।  ব্লগ তৈরিতে সর্বাত্মক সাহায্য করেছেন একজন সহকারী শিক্ষক জনাব সুকেশ সূত্রধর। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সহায়কদের প্রতি। ব্লগে ও চ্যানেলে অনেক কাজ। ভাবছি আস্তে ধীরে যা পারি করতে থাকবো। এ কাজগুলো করতে গিয়ে বুঝতে পারলাম ধর্য্য ও চেষ্টার বিকল্প নাই। আর একটি কথা উল্লেখ না করলেই নয়। আইসিটি ট্রেনিং এ আমাদের দুজন সহায়ক ম্যাডাম খুবই আন্তরিকতার সহিত কাজ করাতে গিয়ে জনাব তাছলিমা ম্যাডাম ইন্স্ট্রাক্টর ব্রাহ্মণবাড়িয়া পিটিআই, তিনি বলতেন, সিরিয়াস না হয়ে সিন্সিয়ার হন সহজেই সফলতা আসবে। আমার ব্লগ স্পট প্রথম রমজানে facebook এর মাধ্যমে রমজানের পোস্ট দিয়ে প্রকাশ করলাম।

No comments

Powered by Blogger.